Saturday, December 20

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ আসনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন। পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা-৯ আসনে তাসনীম জারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নোয়াখালী-৬ আসনে প্রার্থী হয়েছেন আব্দুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তারা ‘ব্যালট রেভল্যুশন’-এর পথে হাঁটছেন। একই সঙ্গে নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান তিনি। দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি প্রার্থীদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানোর নির্দেশনাও দেন তিনি। নাসীরুদ্দীন জানান, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, বাকিগুলোর তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবার জন্য মনোনয়ন উন্মুক্ত রাখায় প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে। আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
পঞ্চগড়-১ মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম, দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির, নীলফামারী-২ ডা. কামরুল ইসলাম দর্পন, লালমনিরহাট-২ রাসেল আহমেদ, রংপুর-১ মো. আল মামুন, কুড়িগ্রাম-১ মো. মাহফুজুল ইসলাম, গাইবান্ধা-৩ নাজমুল হাসান সোহাগ, জয়পুরহাট-১ গোলাম কিবরিয়া, বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ-২ নাজমুল হুদা খান।

নওগাঁ ১–৫, নাটোর ২–৩, সিরাজগঞ্জ ৩–৬, পাবনা-৪, মেহেরপুর ১–২, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-১, যশোর-৪, মাগুরা-২, খুলনা-১ ও ২, পটুয়াখালী ১–২, ভোলা-১, বরিশাল ৪–৫, ঝালকাঠি-১, পিরোজপুর-৩, টাঙ্গাইল ১, ৩, ৫ ও ৭, জামালপুর-৪, শেরপুর ১–২, ময়মনসিংহ ১, ৩, ৫, ৬, ৭, ৯ ও ১১, নেত্রকোণা ২–৩, কিশোরগঞ্জ ২–৩ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়।

ঢাকা জেলার বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন—ঢাকা-১ মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ এস এম শাহরিয়ার, ঢাকা-৭ তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ ডা. তাসনিম জারা, ঢাকা-১১ নাহিদ ইসলাম, ঢাকা-১২ নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আকরাম হুসাইন, ঢাকা-১৫ অবসরপ্রাপ্ত মেজর আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ ফয়সাল মাহমুদ শান্ত এবং ঢাকা-২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

এ ছাড়া গাজীপুর-৬, নরসিংদী ১, ২, ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪–৫, রাজবাড়ী-২, ফরিদপুর-৩, গোপালগঞ্জ ১ ও ৩, শরীয়তপুর-১, সিলেট ১, ৩ ও ৪, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-৪, ব্রাহ্মণবাড়িয়া ২–৩, কুমিল্লা ৪–৬, চাঁদপুর ১, ২ ও ৫, ফেনী-৩, নোয়াখালী ১, ৫ ও ৬, চট্টগ্রাম ৬, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫ ও ১৬ এবং কক্সবাজার ১, ২ ও ৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও প্রার্থী দিয়েছে এনসিপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে।

Leave A Reply


Math Captcha
1 + 7 =