Saturday, December 20

কুড়িগ্রামের রৌমারীতে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকসহ স্থানীয় সুধীসমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাবে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব রৌমারী শাখার সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আবদুল কাইয়ুম। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি এসআই শাহনেওয়াজ।

অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে প্রেস ক্লাবে বসে ল্যাপটপে সংবাদ লিখছিলেন আবদুল কাইয়ুম। সে সময় উপজেলা বিএনপির সদস্য শাহজালাল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদসহ সাত–আটজন ক্লাবে ঢুকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তাদের দাবি ছিল—সাংবাদিক যেন রৌমারী ছেড়ে চলে যান।

জানা যায়, এর আগে উপজেলা অফিসার্স ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে খাদ্যগুদামে লটারির মাধ্যমে আমন ধান ক্রয় নিয়ে আলোচনা হয়। চাতাল বন্ধ থাকা, সিন্ডিকেট ও অনিয়মের বিষয় সাংবাদিকরা সেখানে প্রশ্ন তোলেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার পরই সিন্ডিকেট–সংলগ্ন একটি অংশ সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘবদ্ধভাবে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিককে যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যক্তি বাবু উত্তেজিত দলটিকে প্রেস ক্লাব থেকে বের করে দেন। বের হওয়ার সময়ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত শাহজালাল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছু হয়নি; সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিককে গালিগালাজ করা ঠিক হয়নি। বিষয়টি আমি জেনেছি, সংশ্লিষ্টদের শাসন করেছি। সাংবাদিকরা আমাদেরই মানুষ, বসে সমাধান হবে।”

রৌমারী থানার ওসি এসআই শাহনেওয়াজ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
59 + = 61