Saturday, December 20

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর থানায় নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার অভিযোগে মামলাটি করেন স্বামী আ জ ম আজিজুল ইসলাম। মামলায় পরিবারের খণ্ডকালীন গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) আসামি করা হয়েছে।

ঘটনার দিন দুপুরে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাদী আজিজুল ইসলাম পেশায় একজন শিক্ষক। তিনি জানান, চার দিন আগে আসামি আয়েশা তাদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সোমবার সকাল ৭টার দিকে তিনি কর্মস্থল উত্তরায় চলে যান। পরে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগের ব্যর্থ চেষ্টার পর তিনি বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন—স্ত্রী গলা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা অবস্থায় মৃত পড়ে আছেন। আর বাসার প্রধান ফটকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি এজাহারে আরও উল্লেখ করেন, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়—সকাল ৭টা ৫১ মিনিটে গৃহকর্মী আয়েশা বোরকা পরে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নিহত স্কুলছাত্রীর পোশাক পরে বাসা থেকে বেরিয়ে যান। বের হওয়ার সময় তিনি একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গৃহকর্মী আয়েশাকে এখনো শনাক্ত করা যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave A Reply


Math Captcha
40 + = 47