Saturday, December 20

পাবনা, ১০ ডিসেম্বর— আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। মঙ্গলবার সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

শেখ মঈনুদ্দিন বলেন, রেল বিভাগের বর্তমানে কোচ সংকট থাকলেও তা দ্রুত নিরসন করা হবে। নতুন কোচ যোগ হওয়ার পর মার্চ মাসেই পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি সম্পন্ন হবে। এ সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের উদ্দেশ্যে নির্মিত কিন্তু দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া রেলস্টেশন কেন্দ্রিক কার্যকারিতা পর্যালোচনার কথা জানান।

তিনি বলেন, “সারা দেশে নৌ, রেল ও সড়ক—তিন মাধ্যমেই সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পর্যায়ের সংযোগ মহাসড়কগুলো চার লেনে উন্নীতকরণ এবং প্রধান সড়ক প্রশস্তকরণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার আব্দুল হামিদ সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে উন্নীতকরণের কথা বিবেচনায় আছে।”

পাবনার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে—

  • আরিচা খাসচর ফেরি সংযোগ প্রকল্প
  • পাকশী–বাধেরহাট সড়ক প্রশস্তকরণ
  • কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ

এ ছাড়া ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে একটি ওভারপাস নির্মাণের আশ্বাসও দেন তিনি।

এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে দলীয় প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার দীর্ঘদিনের যোগাযোগ-সংক্রান্ত দাবিদাওয়া তুলে ধরেন।

বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সোমবার ঈশ্বরদীতে পৌঁছান। মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং তার ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়নসহ পশ্চিমাঞ্চল রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave A Reply


Math Captcha
33 + = 37