Saturday, December 20

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতির গতি অত্যন্ত ধীর—এমনই জানাচ্ছে চিকিৎসক বোর্ড। বিশেষজ্ঞদের মতে, তাঁর দীর্ঘদিনের মাল্টিপল হেলথ কমপ্লিকেশনের কারণে একটি জটিলতা নিয়ন্ত্রণে এলে নতুন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। লিভারের অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি জটিলতা উদ্বেগজনক পর্যায়ে, যা চিকিৎসকদের বেশি ভাবাচ্ছে।

সিসিইউতে চিকিৎসা চলছে

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। দীর্ঘদিনের আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদরোগ এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর তাঁকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি দুই ডজনের মতো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করছে। বোর্ডের এক চিকিৎসক বলেন—
“ম্যাডামের উন্নতি আছে, কিন্তু খুবই ধীরে। বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগছে। লিভার সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির জটিলতা বাড়ছে। ক্রিয়েটিনিন অনেক আগেই বর্ডারলাইন ছাড়িয়েছে। ডায়ালাইসিস বন্ধ করলেই অবস্থার অবনতি হয়।”

তিনি আরও জানান, প্রতিদিন পরীক্ষা–নিরীক্ষা করা হলেও প্যারামিটারগুলো এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত অবস্থায় নেই। সিসিইউতে প্রয়োজনীয় অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্যদের উপস্থিতি

দেশে ফিরে মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দিনের বেশির ভাগ সময় তিনি শাশুড়ির শয্যাপাশে থাকেন। চিকিৎসা ব্যবস্থাপনায় তিনিই সমন্বয় করছেন। সার্বক্ষণিক তাঁর সঙ্গে রয়েছেন শর্মিলা রহমান, পরিচারিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার। ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাও নিয়মিত হাসপাতালে থাকছেন।

খাদ্যও পাঠানো হচ্ছে বাসা থেকে

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, গুলশানের বাসা থেকে প্রতিদিন খালেদা জিয়ার জন্য খাবার পাঠানো হচ্ছে। মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি।

এয়ার অ্যাম্বুলেন্স আসা স্থগিত

খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার ঢাকায় আসছে না। অপারেটর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশনকে জানায়, মঙ্গলবার নির্ধারিত স্লটটি বাতিল করতে হবে। এর ফলে পঞ্চমবারের মতো স্থগিত হলো লন্ডনযাত্রার পরিকল্পনা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি দেওয়া হলেও অপারেটর নিজেরাই তা বাতিল করেছে। বিএনপি নেতারা বলছেন—
“সবকিছু নির্ভর করছে ম্যাডামের শারীরিক অবস্থার ওপর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।”

চিকিৎসকদের সার্বিক মূল্যায়ন

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের এক ডজন চিকিৎসকসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনের বিশেষজ্ঞরা চিকিৎসা তদারক করছেন। বোর্ডের সদস্যদের মতে, এ মুহূর্তে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত শারীরিক পরিস্থিতির ওপর পুরোপুরি নির্ভরশীল, এবং কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত এ বিষয়ে বোর্ড কোনো উদ্যোগ নিচ্ছে না।

Leave A Reply


Math Captcha
60 + = 65