Saturday, December 20

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়ের ফলে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস ২ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের দাম হলো—

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
  • ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
  • সনাতন: ১,৪৩,৬৮৯ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে গত ১ ডিসেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২,১২,১৪৫ টাকা, যা কার্যকর হয় ২ ডিসেম্বর।

আগের দাম (১ ডিসেম্বর ঘোষিত):

  • ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা
  • ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা
  • সনাতন: ১,৪৪,৪২৪ টাকা

চলতি বছর এ নিয়ে ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে দাম বেড়েছে ৫৬ বার এবং কমেছে মাত্র ২৭ বার। ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।


রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
  • সনাতন: ২,৬০১ টাকা

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার সমন্বয় হয়েছে রুপার দাম—এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল মোট ৩ বার।

Leave A Reply


Math Captcha
2 + 2 =