Saturday, December 20

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

রিটে আরও দাবি করা হয়—

  • নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার সার্ভিস গঠন,
  • ইলেকটোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা এবং
  • জাতীয় নির্বাচনে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কেবল নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম চলতে কোনো আইনগত বাধা থাকল না।

Leave A Reply


Math Captcha
80 + = 89