Thursday, December 18

বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না—এই সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন জয়শঙ্কর।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এরপর অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।

সামিটে রাহুল কানওয়াল জানতে চান—শেখ হাসিনা চাইলে কি ভারতের মাটিতে যেকোনো সময় পর্যন্ত থাকতে পারবেন? জবাবে জয়শঙ্কর বলেন,

“তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। সেই পরিস্থিতির প্রতিফলন এই ঘটনার ওপর স্পষ্টভাবেই পড়েছে। আর শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাঁকেই নিতে হবে।”

শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে। এ বিষয়ে এনডিটিভির প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, নয়াদিল্লি বাংলাদেশের জন্য একটি “বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া” অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে।

Leave A Reply


Math Captcha
94 − = 92