Thursday, December 18

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ ম্যাচসূচি। অনুষ্ঠানে অংশ নেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি। ১৯৩০ সালে মাত্র ১৩ দল নিয়ে যাত্রা করা বিশ্বকাপ ইতিহাসে এবার প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের মহাযজ্ঞ।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে।


১৬ শহরে ফুটবলের উৎসব

যুক্তরাষ্ট্রের আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল;
মেক্সিকোর গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মন্টেরেই;
এবং কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার—এই ১৬ ভেন্যুতে বিস্তৃত থাকবে বিশ্বকাপের উৎসব।


মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচে পর্দা উঠবে

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এ ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৬ বিশ্বকাপ।
একই দিন রাতে গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়া খেলবে ইউরোপীয় প্লে-অফ জয়ী দলের বিপক্ষে।


গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)

নীচে তারিখ অনুযায়ী সব ম্যাচ সাজানো হলো—


জুন ১১

  • গ্রুপ A: মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা — মেক্সিকো সিটি — রাত ১টা

জুন ১২

  • গ্রুপ A: দক্ষিণ কোরিয়া–উয়েফা প্লে-অফ D — গুয়াদালাহারা — সকাল ৮টা
  • গ্রুপ B: কানাডা–উয়েফা প্লে-অফ A — টরন্টো — রাত ১টা

জুন ১৩

  • গ্রুপ D: যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে — লস অ্যাঞ্জেলেস — ভোর ৭টা
  • গ্রুপ D: অস্ট্রেলিয়া–উয়েফা প্লে-অফ C — ভ্যাঙ্কুভার — সকাল ১০টা
  • গ্রুপ B: কাতার–সুইজারল্যান্ড — সান ফ্রান্সিসকো — রাত ১টা

জুন ১৪

  • গ্রুপ C: ব্রাজিল–মরক্কো — নিউইয়র্ক–নিউ জার্সি — ভোর ৪টা
  • গ্রুপ C: হাইতি–স্কটল্যান্ড — বোস্টন — সকাল ৭টা
  • গ্রুপ E: জার্মানি–কুরাসাও — হিউস্টন — রাত ১১টা
  • গ্রুপ F: নেদারল্যান্ডস–জাপান — ডালাস — রাত ২টা
Leave A Reply


Math Captcha
− 1 = 8