Thursday, December 18

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। ড্র অনুষ্ঠানে ফুটবল, হকি, বেসবল ও বাস্কেটবলের চার কিংবদন্তি টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ ও শাকিল ও’নিল উপস্থিত হয়ে পট থেকে বল তোলেন।

ড্র অনুযায়ী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, তাদের সঙ্গে রয়েছে অস্ট্রিয়া। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী মরক্কো—যারা গত বিশ্বকাপে চমক দেখিয়েছিল।

এ পর্যন্ত ঘোষিত প্রতিটি গ্রুপে দুটি করে দল নিশ্চিত হয়েছে। গ্রুপগুলো নিম্নরূপ:

  • গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া
  • গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড
  • গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো
  • গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
  • গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর
  • গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান
  • গ্রুপ জি: বেলজিয়াম, ইরান
  • গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে
  • গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল
  • গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া
  • গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া
  • গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া

ড্র প্রকাশের পর বিশ্বকাপ ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Leave A Reply


Math Captcha
+ 26 = 30