জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে—জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও তা নির্ধারণ করতে পারবে না। আমরা কেবল উসিলা মাত্র।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে একটি পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই, তবু দেবিদ্বার ছেড়ে যাব না। হারলেও দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। দেবিদ্বার আমার অস্তিত্ব, এর মাঠ-ঘাট, আলো-বাতাস—আমার অক্সিজেন।”
তিনি আরও বলেন, যুগ যুগ ধরে দেশের নেতৃত্ব খেটে খাওয়া মানুষের হাত ধরেই উঠে এসেছে। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি—এমন সাধারণ মানুষই নেতা সৃষ্টি করেছেন। অথচ উচ্চবিত্তের কিছু মানুষ সেই পরিশ্রমী মানুষদের মানুষ বলেই মনে করেন না। “আমি সেই অবহেলিত মানুষদের সন্তান হিসেবেই নির্বাচনে দাঁড়িয়েছি,” যোগ করেন তিনি।
হাসনাত জনগণকে ধৈর্য ও শান্তির বার্তা দিয়ে বলেন, “আপনারা যাকে চান তাকেই ভোট দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভোটকে কেন্দ্র করে ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করবেন না। আজকের বিভেদ ভবিষ্যতে সহিংসতা ডেকে আনতে পারে।”
তিনি জানান, তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসাই তার শক্তি। এক মা তাকে হাতে টাকা দিয়ে সমর্থন জানিয়েছেন, বিদেশ থেকে অনেকে ফোন করে নির্বাচনী খরচের দায়িত্ব নিতে চেয়েছেন—এসবকেই তিনি নিজের সাহস বলে উল্লেখ করেন। “মাগো, আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আপনাদের দোয়া নিয়েই এগিয়ে যাচ্ছি। নির্বাচনে আমি হারি বা জিতি—তাতে কোনো দুঃখ নেই।”
এর আগে বুধবার সকাল ৭টা থেকে সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে পদযাত্রা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। সারাদিন তিনি সুলতানপুর ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

