বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুনভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার বেলা ১২টার পর গণমাধ্যমে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, সম্প্রতি বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person) হিসেবে ঘোষণা করার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এবং পিজিআর (প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট)-এর সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুসারে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

