রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১।
ইএমএসসি সূত্রে জানা যায়, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়। এটি টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।
এরও আগে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফায় ভূমিকম্প আঘাত হানে। ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, যাতে ১০ জনের মৃত্যু হয় এবং মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
ভূমিকম্পের এই ধারাবাহিকতা উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলো।

