দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন কারাগারে বসে পড়াশোনার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী তুহিনের পড়াশোনার প্রয়োজনীয় বই কারাগারে সরবরাহের আবেদন আদালত মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বই পাঠানোর আবেদন করেন। তিনি আদালতে বলেন, “সাবিনা আক্তার তুহিন অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, তাই কারাগারে বসেই যেন পড়াশোনা করতে পারেন—এই অনুমতি চাইছি।”
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন বলে জানান অ্যাডভোকেট শাহীন।
গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনে মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০১৪ সালের মার্চে সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে এমপি হিসেবে শপথ নেন সাবিনা আক্তার তুহিন। এরপর একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেও পাননি তিনি। শেষ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান এবং চলতি বছরের ২৩ জুন গ্রেপ্তার হন।

