Saturday, December 20

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ বলেছেন, “যে ডিবি অফিসে গিয়েছে, তার ফোনের বট-আইডিগুলো যদি ডিবি সদয় দৃষ্টিতে বন্ধ করে দিত, তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট সেখানেই থেমে যেত।”
সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টের নিচে করা আরেক মন্তব্যে আবিদ লিখেন—“দেশে সাইবার আইন সচল থাকলে ডিবিতে যাওয়া সবার ফোন সঙ্গে সঙ্গে পরীক্ষা করলেই অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর দায়ে সেখানেই গ্রেপ্তার হতো।”

ডিবিতে অভিযোগ সাদিক কায়েমের

এর আগে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম অনলাইনে অপপ্রচারের অভিযোগ নিয়ে ডিবি অফিসে যান।
তিনি মোট ১১টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগে যেসব পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে:

  • ডাকসু কন্ঠস্বর
  • BongoGraph
  • আমার ডাকসু
  • The Nationalist Data
  • কাঁঠেরকেল্লা
  • রৌমারি
  • DU Insiders
  • ইয়ার্কি
    এ ছাড়া ব্যক্তিগত তিনটি আইডি— এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ।

অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, “এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। আমরা লিংকগুলো ডিবিকে দিয়েছি। সাইবার বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করছে এবং বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

Leave A Reply


Math Captcha
− 3 = 2