Sunday, December 21

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু বাস্তবতার কারণে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার জন্য সীমাবদ্ধ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’

তিনি আরও লিখেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে পরিবার আশাবাদী।

বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তারেক রহমান জানান, দেশনেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাও তাঁর চিকিৎসার সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া দেশ–বিদেশের অভিজ্ঞ চিকিৎসকরা উচ্চমানের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আগ্রহ জানিয়েছে।

সবশেষে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Leave A Reply


Math Captcha
20 + = 28