Sunday, December 21

ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে পুতুলকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার আসামি ও অভিযোগ

পৃথক তিন মামলায় মোট আসামি ৪৭ জন হলেও ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও বাকি ২০ জনের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, বিভিন্ন সময়ের সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তারা।

এই মামলাগুলোয় একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। বাকিরা পলাতক অবস্থায় বিচার মোকাবিলা করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে-মেয়ে। এ কাজে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

শেখ হাসিনার সাজা

এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ডও যোগ হয়েছে।

প্রেক্ষাপট

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। সেই ধারাবাহিকতায় রাজউকের প্লট বরাদ্দের অনিয়ম তদন্ত করে দুদক এসব মামলার অভিযোগপত্র দেয়।

সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেও বেশিরভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় পলাতক অবস্থাতেই তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন হয়।

এ বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম ও অন্যান্য সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 11 = 17