Sunday, December 21

চট্টগ্রাম নগরীর কালুরঘাটে একটি তৈরি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকার প্যানমার্ক নামে পোশাক কারখানার গুদামে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ শুরু করে। আধাঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

দুটি জায়গায় বড় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
89 − = 87