Sunday, December 21

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা ১১টায় বৈঠক শুরু হয়।

বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সেদিনের ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। তার ভাষ্যমতে, নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে এটি আরও উৎসবমুখর, সাশ্রয়ী এবং সংস্কারের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করবে না।

Leave A Reply


Math Captcha
1 + 5 =