Sunday, December 21

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে—

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন
  • চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন
  • খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন
  • ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন
  • রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন
  • রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন
  • সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ভর্তি হয়েছেন।

প্রতিবেদন আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী

Leave A Reply


Math Captcha
− 3 = 1