Sunday, December 21

জামায়াতে ইসলামীর এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এই দাবি জানান।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, সম্প্রতি এক কর্মসূচিতে শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন— নির্বাচন ঘিরে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে এবং প্রশাসনের সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। জাসদ নেতাদের মতে, এই বক্তব্য শুধু নির্বাচনব্যবস্থার প্রতি চরম চ্যালেঞ্জই নয়, বরং দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভয়ংকর উস্কানি।

নেতারা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য অবৈধ অর্থ ও অস্ত্রের রাজনীতি দ্বারা নির্বাচন প্রক্রিয়াকে বিপর্যস্ত করার হুমকি, একই সঙ্গে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাবকে উৎসাহিত করার নীলনকশা। প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান রাষ্ট্রবিরোধী অপরাধ ও নির্বাচনবিরোধী ষড়যন্ত্রেরই প্রকাশ।

তারা বলেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নির্বাচন ষড়যন্ত্র, অবৈধ অর্থ–অস্ত্র আমদানির হুমকি এবং প্রশাসনকে দুর্নীতির দিকে প্ররোচিত করার অভিযোগে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

জাসদ leaders আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে নির্বাচন হতে হবে জনগণের অংশগ্রহণে, সংবিধানের আলোকে এবং নিরপেক্ষ প্রশাসনের তত্ত্বাবধানে— বিদেশি অস্ত্র, অবৈধ অর্থ বা দুর্নীতিগ্রস্ত ষড়যন্ত্রের ছায়ায় নয়। যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রাজনীতি করছে, তারা দেশের ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেন তারা।

Leave A Reply


Math Captcha
54 − = 52