Sunday, December 21

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন—নিজ এলাকার ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি শেখাবেন।

এই ঘোষণা প্রশংসার পাশাপাশি তীব্র সমালোচনাও সৃষ্টি করেছে।

সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির একটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তোলেন—
“যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?”

নীলা ইসরাফিল লেখেন,
“নিজে মানুষ হবার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার। দেশের ট্র্যাজেডি এখানেই—অশিক্ষিত আচরণ যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানে ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।”

তিনি আরও মন্তব্য করেন—
“সংসদে বসে নীতি ঠিক করবে যে ব্যক্তি নিজের জিহ্বাও নিয়ন্ত্রণ করতে পারে না। যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা বুঝতে গণিত শেখার দরকার নেই।”

Leave A Reply


Math Captcha
84 − 83 =