নরসিংদীর গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় সানশেড ধসে আহত হওয়ার পর ৫ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন বাবা ও ছেলে। নিহতরা হলেন—ওমর (১১) এবং তার বাবা মো. উজ্জ্বল হোসেন (৪০)। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তরপাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল হোসেন। এর আগে একই দিন দুপুর একটার দিকে মারা যায় তার ছেলে ওমর।
নিহত উজ্জলের ভাই মো. জাকির হোসেন জানান, উজ্জ্বল নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউটে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালে ভূমিকম্প অনুভূত হলে গাবতলীর ভাড়া বাসা থেকে ছেলে ও দুই মেয়েকে নিয়ে দ্রুত বের হয়ে আসার সময় বাসার সানশেড তাদের ওপর ভেঙে পড়ে।
তিনি আরও জানান, চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে উজ্জ্বল ও ওমরকে দ্রুত ঢামেকে স্থানান্তর করা হয়। ঢামেকের জরুরি বিভাগে ওমরকে মৃত ঘোষণা করা হয়। উজ্জ্বলকে প্রথমে ওসেক এবং পরে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ওমর নরসিংদীর জামিয়া কামিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বাবা–ছেলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

