Sunday, December 21

স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর, শুক্রবার |

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। কম্পনে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় একশ’ জন

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে


পুরান ঢাকায় দেয়াল–কার্নিশ ধসে তিনজনের মৃত্যু

পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ খসে পড়লে নিচে থাকা ক্রেতা ও পথচারীরা চাপা পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা
এ ঘটনায় অন্তত ১০ জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়। তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


নরসিংদীতে সানশেড ভেঙে শিশুর মৃত্যু

নরসিংদী সদরের গাবতলীতে ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। তার বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। আহত ওমরের দুই বোন নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।


দেশজুড়ে আহত প্রায় একশ’

ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ২০ জন চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালে অর্ধশতাধিক আহত রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আরএমও ডা. গুলশানা কবির।

গাজীপুরে একটি কারখানার ৬ শ্রমিক সিঁড়ি দিয়ে নামার সময় আহত হন। আড়াইহাজারে বাড়ির দেয়াল ভেঙে আরও ছয়জন আহত হয়েছেন।


ভবন হেলে পড়া, ফাটল ও আগুন

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য:

  • কসাইটুলির ভবনের পলেস্তরা ও ইট খসে পড়া
  • খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ১ জন আহত
  • সূত্রাপুরের স্বামীবাগে ৮ তলা ভবন হেলে পড়ার খবর
  • কলাবাগানে ৭ তলা ভবন হেলে পড়ার তথ্য
  • বারিধারায় একটি বাসায় আগুন—দুটি ইউনিট কাজ করছে
  • মুন্সীগঞ্জের গজারিয়ায় আরেকটি বাসায় আগুন লাগা

ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ ঘটনাই আতঙ্কের কারণে অতিরঞ্জিতভাবে জানানো হলেও কিছু এলাকায় ক্ষতি হয়েছে।


পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে

ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন ভবনগুলোর নিরাপত্তা পরিদর্শন শুরু করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত নয়।

Leave A Reply


Math Captcha
95 − = 85