গোপালগঞ্জের কোটালীপাড়ার কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে লালমোন বিবি (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লালমোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশ্রাফ আলী সরদারের স্ত্রী। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এমদাদুল হক জানান, লালমোন বিবি দীর্ঘদিন ধরে টোকাই হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবারও বিভিন্ন স্থান থেকে লোহা, প্লাস্টিক, কাগজসহ পরিত্যক্ত মালামাল কুড়িয়ে এনে রাধাগঞ্জ বাজারের কুঁড়েঘর রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে বাছাই করছিলেন। এ সময় তার সংগৃহীত লাল টেপে মোড়ানো এক জর্দার কৌটা আকৃতির ককটেল হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, বিস্ফোরণে লালমোন বিবির বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে গভীর ক্ষত হয়েছে। এছাড়া তার গাল ও কনুইয়ের উপরের অংশেও স্প্লিন্টারের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার কারণ ও উৎস অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

