নরসিংদীতে, ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্পটি বাংলাদেশ ও পার্শ্ববর্তী ভারত—দুই দেশেই অনুভূত হয়েছে। কম্পনের পরই রাজধানীসহ বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকার বাসিন্দারা জানান, ভূমিকম্প শুরু হতেই খাট-কাপড় আলমারি কেঁপে ওঠে, অনেকের বই-খাতাও পড়ে যায়। কেউ কেউ ঘর থেকে দৌড়ে নিচে নেমে যান। ভবনের আশপাশেও মানুষজন নিরাপদ স্থানে অবস্থান নেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই শক্তিশালী কম্পনে চরম উদ্বেগের সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

