Sunday, December 21

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা–উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়েছে। চলতি বছরও শিক্ষার্থীরা ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে ভর্তির সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তির নিয়মাবলি প্রকাশ করে। নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী বা অভিভাবকরা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ভর্তির আবেদনের ফি ১০০ টাকা, যা টেলিটকের প্রি-পেইড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে। লটারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। লটারি ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।

এ বছরও ভর্তির জন্য দুটি অপেক্ষমান তালিকা থাকবে।

  • ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি
  • ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি

মাউশি জানিয়েছে, পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হওয়ায় অভিভাবকরা ঘরে বসেই শিশুদের ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।

Leave A Reply


Math Captcha
+ 36 = 41