Sunday, December 21

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাতে মোটরসাইকেল ধাক্কায় আলিম মিয়া (৩৮) নামের এক প্রতিবন্ধী পথচারি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আরোহী আহত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় এ দূর্ঘটনার ঘটে। নিহত আলিম মিয়া একই উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরী রামপুরা গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- খলিল মিয়া (৩০), রানা (৩৫) ও উজ্জল মিয়া (৪৫)। এরমধ্যে খলিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে খুব দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে পান্থাপাড়া এলাকায় পৌঁছালে ওই পথচারীকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন পথচারী আলিম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিম মারা যান। পরে আশেপাশের লোকজন আহত মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে একজনকে রাতেই বগুড়া মেডিকেল এ পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
87 + = 89