স্টাফ রিপোর্টার
১৪ বছর আগে বাতিল হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমেই স্পষ্ট হবে—ব্যবস্থাটি আদৌ ফিরছে কি না, ফিরলে কোন আঙ্গিকে ফিরবে এবং কবে থেকে কার্যকর হবে।
এর আগে গত ১১ নভেম্বর শুনানি শেষ করে রায় ঘোষণার দিন ঠিক করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা দশ কর্মদিবস এই শুনানি চলে।
আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয়েই যুক্তি দেন—দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়া প্রয়োজন। তাদের দাবি, এই ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও সংকট প্রকট আকার ধারণ করেছে।

