বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতেই এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায় ঘোষণার পর আগরপুর এলাকায় দুই গ্রুপ পৃথকভাবে মিষ্টি বিতরণের আয়োজন করে। একপর্যায়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামের সাথে প্রতিপক্ষ গ্রুপের বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রবিউল ইসলামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ওই ইউনিয়নের দুলাল হাওলাদারের ছেলে।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতেই রবিউলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পরিদর্শন করেছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

