নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া (৩৫) নামে যুবদলের এক নেতাকে দোকানে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সেকশন–১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দোকানের ভেতরে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর সাত রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

