ঢাকা রিপোর্ট ডেস্ক
সব প্রক্রিয়া শেষে কোনো আপত্তি না আসায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নিবন্ধন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন কেবল নিবন্ধন সনদ হস্তান্তর করা বাকি। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, বাছাইয়ে উত্তীর্ণ অন্য আরেকটি দল বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে এক ডজনের মতো অভিযোগ আসায় আপাতত দলটির নিবন্ধন নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি ইসি।

