Sunday, December 21

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ফের দেখা গেছে দুইটি বুলডোজার।

সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। ট্রাকের ওপর হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে শোনা যায়। পরিচয় জানতে চাইলে তাদের একজন জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের উদ্যোগে বুলডোজার দুটি সেখানে আনা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা লেখেন—
“ওহে রাজাকারের বাচ্চারা, হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না। ৩২ হলো ফিনিক্স! … যতদিন এই ভূখণ্ডে বাংলাদেশের পতাকা উড়বে, ততদিন ৩২ নম্বর তোদের পরাজয়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে।”

এর আগে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনার ছয় মাস পূর্তিতে গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির মধ্য দিয়ে বাড়িটি ভাঙা হয়।

Leave A Reply


Math Captcha
74 − 66 =