Monday, December 22

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় মহাসড়কটি অবরোধ করা হলে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। অবরোধের দৃশ্য ছাত্রলীগ নেতা-কর্মীরা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য, তিলছড়া বাজারসংলগ্ন সড়কের পাশে রাখা গাছের বড় গুঁড়ি টেনে এনে সড়কে ফেলেন তারা। প্রায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তারা অবরোধ কার্যক্রম সফল করতে পারেনি।”

Leave A Reply


Math Captcha
+ 3 = 13