Monday, December 22

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল তার মায়ের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারে। তবে একই সাথে তিনি স্বস্তি জানিয়েছেন যে, শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদে আছেন।

আজ সোমবার ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় ঘোষণা করবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন-পীড়নে শেখ হাসিনার ভূমিকা উল্লেখ করে এসব মামলা করা হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত ও বহু মানুষ আহত হয়। স্বাধীনতার পর এটিকে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করা হয়। পুলিশের গুলিতেই অধিকাংশ প্রাণহানি ঘটে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন বলে জানা যায়। সজীব ওয়াজেদ জানান, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

রায়ের আগে শঙ্কা প্রকাশ করে জয় বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা টেলিভিশনেও প্রচার করছে—তারা তাকে দোষী করবে এবং হয়তো মৃত্যুদণ্ড দেবে।’

তবে তিনি আরও বলেন, ‘আমার মায়ের কিছুই হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

Leave A Reply


Math Captcha
+ 32 = 35