Monday, December 22

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পথচারী ও আশেপাশের পরিবহনের যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Leave A Reply


Math Captcha
65 − 64 =