Monday, December 22

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রেসেন্ট।

সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পাওয়ার পর তারা উদ্ধারকারী দল পাঠায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি। এ নৌকায় আটজন শিশু ছিল বলে রেড ক্রেসেন্ট জানিয়েছে।

তবে উদ্ধার হওয়া ৯৫ জন অভিবাসীর মধ্যে কতজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

রেড ক্রেসেন্ট আরও জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তাদের টিম উদ্ধার কার্যক্রম শুরু করে এবং জীবিতদের চিকিৎসা সেবা প্রদান করে।

প্রসঙ্গত, অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর অন্যতম প্রধান রুট হিসেবে এখনও লিবিয়াকে ব্যবহার করেন অভিবাসীরা। এতে দেশটির সরকারকে চাপে পড়তে হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে।

Leave A Reply


Math Captcha
24 − 20 =