Wednesday, November 5

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে নিবন্ধন না পেয়ে দলের সদস্য সচিব মো. তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন। তিনি নিজেই এ তথ্য নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন।

তারেক জানান, ইসির সাম্প্রতিক সিদ্ধান্তে তাঁদের দলকে নিবন্ধন না দেয়ায় অনশন করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বিতর্কিতভাবে বলেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না… না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।”

ইসি একাধিক দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার ঘোষণা দিলেও আমজনতা দলের নাম সেখানে নেই — ইসি সূত্রে বলা হয়েছে চূড়ান্ত তালিকায় থাকা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রয়ছে; পরবর্তী কার্যক্রম হিসেবে দাবি-আপত্তি আহ্বানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই ঘোষণা প্রসঙ্গে তারেক অভিযোগ করেছেন যে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়নি এবং কিছু দল অনিয়মের কারণেই সুবিধা পেয়েছে।

সন্ধ্যার দিকে তারেক অনশনের সময় স্থানীয়ভাবে বিদ্যুৎ কেটে দেওয়ার অভিযোগ তুলেন—তবে তিনি হাল ছাড়বেন না বলে জানান এবং অনশন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

ইসির পক্ষ থেকে এখনও সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি; তবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত পর্যালোচনার ভিত্তিতে আগামীদিনে (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তি আহ্বানের কথা জানিয়েছিলেন।

Leave A Reply


Math Captcha
− 1 = 1