Tuesday, November 4

চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান। তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কের কয়েকটি স্থানে আসলাম চৌধুরীর সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিচ্ছেন।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আসলাম চৌধুরী। কিন্তু শনিবার সন্ধ্যায় ঘোষিত বিএনপির ২৩৭ আসনের প্রার্থী তালিকায় তার নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তার কর্মী-সমর্থকরা।

পরে তারা রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কাজী সালাউদ্দিনের।

Leave A Reply


Math Captcha
44 − = 37