Monday, November 3

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এক ছাত্রশিবির নেতা।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে ‘মিনহাজুল হক উসমানি’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রোববার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পদত্যাগকারী নেতা মিনহাজুল হক উসমানি নান্দাইল উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা কমিটির বায়তুলমাল (দপ্তর ও অর্থ) সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগের বিস্তারিত

ঢাকা পোস্টকে মিনহাজুল জানান, তার বাবা সাইফুল ইসলাম ভূইয়া ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এবং পেশায় মাছচাষি ও বনবিভাগের টেন্ডার ব্যবসায়ী। ফ্যাসিস্ট সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাটা গাছ লুট করে নিয়ে যায়। পরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টালে তারা ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা আদায় করেন।

এরপর স্থানীয় বিএনপি কর্মী আনোয়ার নামের এক ব্যক্তি এই টাকা আদায়ের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের কাছে বিচার দেন। মিনহাজুলের অভিযোগ, ওই এমপি প্রার্থী বিচারের নামে প্রহসন করে তাদের বাবাকে ২ লাখ ৬২ হাজার টাকা পরিশোধের চাপ দেন। উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিনও চাঁনের পক্ষ নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন।

“ন্যায়বিচার না পেয়ে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি,” বলেন মিনহাজুল।

ফেসবুক পোস্টে মিনহাজুল অভিযোগ করেন, দায়িত্বে থাকার সময় তিনি স্থানীয় জামায়াত সমর্থিত প্রার্থীর চাঁদাবাজি ও অনিয়মের বিষয়টি উত্থাপন করেছিলেন, যা পরবর্তীতে পুনরায় উস্কে দেওয়া হয়।
তিনি লিখেছেন, “আমার বাবার নামে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তদন্তে প্রমাণ হয় আমাদের কোনো পার্টনারশিপ নেই, তারপরও মিথ্যা মামলায় হয়রানি করা হয়। ন্যায়বিচারের আশায় আমি পদত্যাগ করেছি।”

আরেক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কোনো কাগজ না শুনে বা সাক্ষী না নিয়ে শুধু মুখ দেখে বিচার করা—এটা কেমন বিচার?”

অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, “বিষয়টি আমার জানা নাই। আপনারা এলাকায় খোঁজখবর নিতে পারেন।”

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, “মিনহাজুলের বাবার সঙ্গে টাকার বিরোধ অন্যদের সঙ্গে। সে বিষয়টি জামায়াতের সঙ্গে জড়াতে চেয়েছে। আমরা এতে সায় না দেওয়ায় সে ফেসবুকে মিথ্যা লিখছে।”

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বলেন, “যে কেউ সংগঠন থেকে পদত্যাগ করতে পারে। তবে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ মিথ্যা।” তিনি আরও জানান, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের পক্ষেই বর্তমানে জামায়াত নেতাকর্মীরা কাজ করছেন।

Leave A Reply


Math Captcha
49 − = 45