সুদানে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ভয়াবহতা ক্রমেই সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে আরএসএফ যে নৃশংসতা চালিয়েছে, তার করুণ চিত্র এখন প্রকাশ পাচ্ছে বেঁচে ফেরা মানুষের বর্ণনায়।
স্থানীয় সূত্র জানায়, আরএসএফের ফাইটাররা মা-বাবার কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের অবস্থান এখনো অজানা। নিখোঁজদের পরিবার জানে না তাদের প্রিয়জনরা বেঁচে আছে নাকি নিহত হয়েছে।
জাহরা নামের এক মা গত পরশুদিন এল-ফাশার থেকে পালিয়ে নিকটবর্তী তাওইলা শহরে আশ্রয় নিয়েছেন। তিনি জানান, আরএসএফ তার দুই ছেলেকে ধরে নিয়ে গেছে। চোখে জল নিয়ে তিনি বলেন,
“আমি জানি না আমার ছেলে মোহাম্মদ বেঁচে আছে নাকি মারা গেছে। তারা সব ছেলেদের ধরে নিয়ে গেছে। গারনি শহরের কাছে আসার পর আরএসএফ আমার ১৬ ও ২০ বছর বয়সী ছেলেদের আটক করে। আমি অনেক কেঁদে অনুরোধ করেছি, কিন্তু তারা আমার বড় ছেলেকে ছাড়েনি—তাকে নিয়ে গেছে।”
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এল-ফাশার ও আশপাশের এলাকায় আরএসএফের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিয়ে এই হত্যাযজ্ঞ বন্ধে আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবিক সংগঠন।
		
