Saturday, December 20

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়

সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। অন্যদিকে, আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে ২০টি ম্যাচ জিতেছে ভারত, আর ১৩টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক পাঁচ ম্যাচে চারবার জয় পেয়েছে ভারতীয় নারীরা, যদিও চলতি আসরে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হেরেছিল তারা।

পারফরম্যান্সের বিচারে এ আসরে কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পায় তারা, অন্যদিকে ভারত জয় পায় ৩ ম্যাচে

হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এর আগে দুইবার ফাইনালে খেলেছে— ২০০৫ সালে অস্ট্রেলিয়ার এবং ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল তারা। অন্যদিকে, এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা নারী দল

/এমএইচআর

Leave A Reply


Math Captcha
58 − 55 =