Saturday, November 1

ঝিনাইদহ প্রতিনিধি │ ঢাকা রিপোর্ট

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়।

সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেন। তিনি জানান, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, “এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তাই অফিসে রাখা হয়। শনিবার সকালে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে বিষয়টি মিডিয়ায় প্রচার করেছে।”

তিনি আরও দাবি করেন, সারগুলো আত্মসাৎ বা অন্য কোনো উদ্দেশ্যে মজুদ করা হয়নি।

Leave A Reply


Math Captcha
47 − 38 =