Tuesday, November 4

আন্তর্জাতিক ডেস্ক │ ঢাকা রিপোর্ট

সুদানে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সহিংস আক্রমণের ফলে উত্তর কোর্ডোফান রাজ্য ও পার্শ্ববর্তী উত্তর দারফুরের এল-ফাশেরে পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।

সুদানিজ মেডিকেল সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক (এসডিএন)-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৪,৫০০ এরও বেশি মানুষ উত্তর কোর্ডোফান রাজ্য ছেড়ে পালিয়েছে। সংস্থাটির মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২,০০০ জন বারা এলাকা থেকে পালিয়ে রাজ্যের রাজধানী এল-ওবেইদে পৌঁছেছে, যা প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

তবে বাকি বাস্তুচ্যুতরা তীব্র খাদ্য, পানি ও আশ্রয়ের সংকটে পড়েছেন বলে জানায় সংস্থাটি। তারা আরও জানিয়েছে, উত্তর কোর্ডোফানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে

বারা শহরটি দীর্ঘদিন ধরে আরএসএফ ও সরকার-সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস (এসএএফ)-এর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল। জুলাই মাসে আরএসএফ-এর হামলায় প্রায় ৩০০ জন নিহত হন, যাদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীও ছিলেন।

এসএএফ গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বারা শহরের নিয়ন্ত্রণ নেয়, কিন্তু গত সপ্তাহে শহরটি আবারও আরএসএফ-এর দখলে চলে গেছে

Leave A Reply


Math Captcha
+ 82 = 89