আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে ভয়াবহ ব্যাংকিং সংকট। নগদ অর্থের ঘাটতিতে ব্যাংকগুলো কার্যত ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে, ফলে দীর্ঘদিন ধরেই গ্রাহকরা কোনো অর্থ তুলতে পারছেন না। এতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ মৌলিক চাহিদা মেটাতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, চলমান যুদ্ধ ও অবরোধের কারণে গাজার ব্যাংকগুলোতে নতুন করে কোনো নগদ অর্থ প্রবেশ করছে না। এতে এটিএম বুথ বন্ধ হয়ে আছে এবং ব্যাংকের কাউন্টারগুলোও অকার্যকর হয়ে পড়েছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা ব্যাংকের সামনে অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরছেন।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নগদ সরবরাহ স্বাভাবিক না হলে লেনদেন চালু করা সম্ভব নয়। অন্যদিকে সাধারণ নাগরিকরা বলছেন, নগদ অর্থ ছাড়া জীবনযাপন এখন কার্যত অসম্ভব—বাজারে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।
মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, এই আর্থিক স্থবিরতা গাজার মানবিক সংকটকে আরও গভীর করতে পারে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, জরুরি আর্থিক ও মানবিক সহায়তা ছাড়া গাজাবাসীর জীবন ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।

