ঢাকা, ৩০ অক্টোবর (নিজস্ব প্রতিবেদক) — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বলেন, ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন করে দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।
আলোচনা অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, “ফেব্রুয়ারি以内 নির্বাচন না দিলে পরবর্তীতে কোনো গৃহযুদ্ধের ঘটনা ঘটলে তার দায় জনগণকে নয়, আপনাদের কাঁধেই থাকবে।” সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশ করারও আহ্বান জানান।
পাটওয়ারী বলেন, “সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে — ড্রাফটটি জনসম্মুখে আনুন, তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে। হালকা-ফুলকা কৌশল নয়, স্বচ্ছতা চাই।” তিনি আইন উপদেষ্টাদের রাজনৈতিক খেলায়ও আক্রমণ করেন এবং বলেন আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে মাঠ পিছলে যায়—তারকা উদাহরণ অনুরূপ ভাবে রাজনীতিতেও ঘটছে।
এছাড়া তিনি বিএনপির ওপর সতর্ক করে উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ অস্পষ্টতার মুখে ঠেলে দেওয়া যাবে না। পাটওয়ারী বলেন, “গণভোট আগে হবে না—এটিকে জামায়াত ও বিএনপির কুতর্ক বলে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে গঠিত হয়েছিল; ‘না’ ভোটে যদি তারা সোজাসুজি দাঁড়ায়, তাহলে সেটাই হবে তাদের আত্মঘাতী সিদ্ধান্ত।”
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা সীমা লঙ্ঘন করে উঠে এসেছে; আপার হাউজের পিআর লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। দরকারে জামায়াত ও বিএনপি একত্রে এসে বিষয়টি সমাধান করবে।”
প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কারের উপর জোর দিয়ে পাটওয়ারী বলেন, সুস্পষ্ট সময়সীমা ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রেখে নির্বাচন আয়োজন করা হলে দেশের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

