নিজস্ব প্রতিবেদক
আগামী নভেম্বরেই গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে নভেম্বর মাসেই গণভোটের আয়োজন করা জরুরি। অন্যথায় অভ্যুত্থানের অর্জন বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে তারা সতর্ক করেন।
পরে বেলা ১২টার দিকে আট দলের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল একে একে নির্বাচন কমিশনে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন।
দলগুলো জানিয়েছে, গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই ছাড়া কোনোভাবেই পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। তারা দ্রুত গণভোটের তারিখ ঘোষণা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

