Wednesday, October 29

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালত তিন মাস পর মামলাটির পুনরায় জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রিভার মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত চলমান অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না বলে রাষ্ট্রপক্ষ মত দেয়।

রিভার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোজাক্কের

তামান্না জেসমিন রিভা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ এক যুগ ধরে তিনি ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে রিভাকে গ্রেপ্তার করে ডিবি।

পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দিয়েছিলেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে রিভার বিরুদ্ধে। পরবর্তীতে আন্দোলন তীব্র হলে ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন ইডেনের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে রিভা আত্মগোপনে চলে যান।

এরপর থেকেই তিনি পলাতক ছিলেন—অবশেষে গ্রেপ্তারের পর এখন তিনি কারাগারে আছেন এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
4 + 6 =