গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের মধ্যেও শিশুদের শিক্ষায় ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলটির সব ৬ লাখ ৫০ হাজার স্কুলপড়ুয়া শিশুকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা তাদের লক্ষ্য।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডুয়ার্ড বেইগবেডার বলেন, “যুদ্ধবিরতির সুযোগে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশেষভাবে, দুই বছর ধরে শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের আবার শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা এখন আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও জানান, ইউনিসেফ ইতিমধ্যেই অস্থায়ী শ্রেণিকক্ষ স্থাপন এবং ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কারকাজ শুরু করেছে। দীর্ঘমেয়াদে সংস্থার পরিকল্পনা রয়েছে অন্তর্ভুক্তিমূলক স্কুল নির্মাণের, যেখানে থাকবে নিরাপদ পানীয় জল, মানসিক স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা এবং শিশু সুরক্ষাসেবা। এটি শিশুদের মানসিক পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করবে।
গাজার শিশুদের জন্য ইউনিসেফের এই উদ্যোগ কেবল শিক্ষার পথ খুলছে না, বরং যুদ্ধ-পরবর্তী সমাজে স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। সংস্থার এই প্রচেষ্টা গাজাবাসীর সামনে একটি নতুন সূচনার বার্তা হিসেবে কাজ করছে।
সূত্র: আল জাজিরা

