রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনার পর মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।
রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, মেট্রোরেল ও দেশের বিভিন্ন ফ্লাইওভারে স্থাপিত বিয়ারিং প্যাডগুলোর গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি। সেক্ষেত্রে এসব স্থাপনায় ব্যবহৃত উপকরণ আন্তর্জাতিক মান অনুযায়ী কিনা তা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এদিকে, ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম (৩৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ফার্মগেট এলাকায় হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু নিচে পড়ে আবুল কালামের মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

